Pakistan Elimination from T20 WC : ভেস্তে গেল আমেরিকা বনাম আয়ারল্যান্ড ম্যাচ, কপাল পুড়লো পাকিস্তানের

T20 বিশ্বকাপ থেকে পাকিস্তানের বিদায় (Pakistan Elimination from T20 WC)

২০২৪ – টি – ২০ বিশ্বকাপের মঞ্চ থেকে পাকাপাকিভাবে বিদায় নিল পাকিস্তান ক্রিকেট টীম। গতকাল শুক্রবার আমেরিকার ফ্লোরিডায় আমেরিকা বনাম আয়ারল্যান্ডের ম্যাচের উপর সবার নজর ছিল। কিন্তু বৃষ্টির কারণে সেই ম্যাচ ভেস্তে যাবার পরই পাকিস্তানের সুপার এইটে ওঠার সমস্ত আশাও শেষ হয়ে যায়।

আমেরিকা ও ওয়েস্ট ইন্ডিজে আয়োজিত ২০২৪-টি-বিশ্বকাপের যাত্রা শেষ হয়ে গেল পাকিস্তানের। সুপার এইটে ওঠার দৌড় থেকে ছিটকে গেলো তারা। চলতি বিশ্বকাপে শুরু  থেকেই পাকিস্তান খুব একটা নজর কাাঁড়তে পারেনি। আমেরিকার বিরুদ্ধে প্রথম ম্যাচটি সুপার ওভারে হেরে অনেকটাই ব্যাকফুটে ছিল তারা। এর মধ্যেই চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের সঙ্গেও হেরে প্রশ্নের মুুুুখে পড়তে হয় তাদের। চলতি বিশ্বকাপে গ্রপ – এ তে পাকিস্তানের সঙ্গে আয়ারল্যান্ড ও কানাডার মত দুর্বল দেশ যেমন ছিল তেমনি ভারতের মত শক্তিশালী দেশের সঙ্গেও ভিড়তে হতো তাদের। এর মধ্যেই পাকিস্তান টীম, আমেরিকা, ভারত ও কানাডার সঙ্গে ম্যাচ খেলেছে। যেখানে তিনটি ম্যাচের মধ্যে শুুধুমাত্র কানাডার সঙ্গেই তারা জিততে পেরেছে। যার ফলে তাদের সংগ্রহে রয়েছে মাত্র ২ পয়েন্ট। পাকিস্তানের মতো একটি শক্তিশালী টীম কিভাবে বিশ্বকাপের প্রথম রাউন্ডেই এতটা নিম্নমানের খেলা খেলতে পারে সেই নিয়ে পাকিস্তান ক্রিকেট প্রেমীদের মনে তৈরি হয়েছে একাধিক প্রশ্ন।

সুপার এইটে যাবার সমীকরণ 

শুক্রবার আমেরিকা – আয়ারল্যান্ডের ম্যাচের আগে পর্যন্ত পাকিস্তানের পরের রাউন্ডে যাবার সমীকরণটা ছিল একটু আলাদা। বিশ্বকাপে প্রথম সুযোগ আমেরিকা শুরু থেকে দুর্দান্ত পারফর্ম করেছে। কানাডা ও পাকিস্তানকে হারিয়ে তাদের সংগ্রহে ছিল ৪ পয়েন্ট। ভারতও পাকিস্তান ও আয়ারল্যান্ডকে হারিয়ে ৪ পয়েন্ট পেয়েছে। তবে পাকিস্তানের সংগ্রহে ছিল শুধুমাত্র ২ পয়েন্ট। পাকিস্তানের সুপার এইটে ওঠার একমাত্র রাস্তা ছিল, যদি আমেরিকা তাদের শেষ ম্যাচ আয়ারল্যান্ডের কাছে হেরে যায় আর পাকিস্তান শেষ ম্যাচ আয়ারল্যান্ডের সঙ্গে জিতে যায় । এক্ষেত্রেও তাদের পরের রাউন্ডে যেতে হলে নেট রান – রেটে আমেরিকার থেকে বেশি হতে হতো। কিন্তু ফ্লোরিডার বৃষ্টি পাকিস্তানের সেই আশায় জল ঢেলে দেয়। শুক্রবারের আমেরিকা – আয়ারল্যান্ডের ম্যাচ বৃষ্টির কারণে আয়োজন করা সম্ভব হয়নি। যার কারণে এই দুই দলের মধ্যে ২ পয়েন্ট ভাগ হয়ে যায় এবং আমেরিকা ১ পয়েন্ট পেয়ে পয়েন্ট তালিকার ২ নম্বরে উঠে আসে। কার্যত এই ম্যাচ না হবার কারণে আমেরিকার পরের রাউন্ডে ওঠার পথ প্রশস্ত হয়ে যায় এবং পাকিস্তানের T20 বিশ্বকাপের সব স্বপ্নই ভেঙে চুরমার হয়ে যায়। যদিও আগামী রবিবার তারা আয়ারল্যান্ডের সঙ্গে শেষ ম্যাচটি খেলতে চলেছে। সম্মনরক্ষার সেই ম্যাচে আইরিশবাহীনিকে হারিয়ে তারা শেষ সম্মানটুকু বাঁচাতে পারে কিনা সেটাই এখন দেখার।

একদিকে যেখানে পাকিস্তানের এহেন পারফরম্যান্স দেখে পাকিস্তান ক্রিকেট সমর্থকরা বেজায় চটে গিয়েছেন, অন্যদিকে আমেরিকার মত একটা উঠতি দল যে এতটা ভালো খেলতে পারবে সেটা কেউই ভাবতে পারেনি। চলতি বিশ্বকাপে দুর্দান্ত পারফর্ম করার জন্য যেমন তারা সুপার এইটে পৌঁছে যায় সেরকম আগামী ২০২৬ বিশ্বকাপের জন্য সরাসরি কোয়ালিফাই করে নেয়। আগামী রাউন্ডে আমেরিকার পারফরম্যান্স বাকি টিমগুলোর সঙ্গে কিরকম হতে চলেছে সেটাই এখন দেখার বিষয়। বিশ্বকাপের মত বড় মঞ্চে খেলা প্রথম টীম হিসাবে কি তারা সেমিফাইনালের মুকুট পড়তে পারবে ? এই প্রশ্নের উত্তর আমরা খুব শীগ্রই পেতে চলেছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *