সারা দেশে সদ্য সমাপ্ত হয়েছে লোকসভা ভোটের সমস্ত প্রক্রিয়া। গত ৪ জুলাই ভোটের রেজাল্টও দেখেছে ভারতবাসী। কিন্তু এর মধ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় WBCS সহ রাজ্যের সমস্ত চাকরিপ্রার্থীদের নিয়ে এক চরম সিদ্ধান্ত নিয়েছেন।
সম্প্রতি কলকাতা হাইকোর্ট ভুয়ো ওবিসি শংসাপত্র সংক্রান্ত একটি মামলায় কঠোর রায়দান করেছে। কলকাতা হাইকোর্টের সেই রায়ে ২০১০ সালের পরে রাজ্য সরকার প্রদত্ত সমস্ত ওবিসি শংসাপত্র বাতিল করে দেওয়া হয়েছে। ২০১০ সালের পরে রাজ্যের যে সমস্ত মানুষেরা অন্যান্য অনগ্রসর শ্রেণীর (ওবিসি) শংসাপত্র পেয়েছেন তাদের যেমন কপালে চিন্তার ভাঁজ তেমনি WBCS সহ রাজ্যের সমস্ত চাকরিপ্রার্থী যারা চাকরির আশায় রাত দিন এক করে কঠোর পরিশ্রম করে চলেছে রাজ্য সরকারের সিদ্ধান্তে তাদেরও মাথায় হাত পরে গিয়েছে।
তবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লোকসভা ভোটের প্রচার চলাকালীন বলেছেন অন্যান্য অনগ্রসর শ্রেণীর শংসাপত্র সংক্রান্ত কলকাতা হাইকোর্টের এই রায় তিনি মানবেন না। প্রশাসনিক সূত্রে খবর, সুপ্রিম কোর্টে যেহেতু এখন গ্রীষ্মকালীন ছুটি চলছে তাই আদালত পুরোপুরি শুরু হওয়ার পরেই তারা হাইকোর্টের এই রায়ের বিরুদ্ধে সর্বোচ্চ আদালতে আবেদন করবেন। সর্বোচ্চ আদালতে প্রাথমিকভাবে এই রায়ের স্থগিতাদেশ পাওয়ার চেষ্টা করা হবে বলে জানিয়েছেন তারা।
প্রশাসনিক সূত্রে খবর, কলকাতা হাইকোর্টের এই রায়ের অনেক আগে থেকেই পিসিএস নিয়োগের প্রক্রিয়া শুরু করেছে। তাতে কোনও ক্ষেত্রে পরীক্ষা নেওয়া হয়েছে, বা যোগ্যদের ডাকা হয়েছে ইন্টারভিউয়ে। আদালতে রায়ের কারণে এই প্রক্রিয়া বাধাপ্রাপ্ত হবে না বলে জানিয়ে দিয়েছে পিসিএস।